reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২০

বিসিএল : দল পাননি সাব্বির-রনি-রানা!

জাতীয় দলের খেলোয়াড়সহ ৫৪ জন এবারের বিসিএলে দল পেয়েছেন

প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আগামী ৩১ জানুয়ারি শুরু হবে। মঙ্গলবার হয়েছে এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এখান থেকে দলগুলো নিজেদের পছন্দমতো ক্রিকেটারদের বেছে নিয়ে দল গঠন করেছে।

জাতীয় দলের খেলোয়াড়সহ মোট ৫৪ জন ক্রিকেটার এবারের বিসিএলে দল পেয়েছেন। এই টুর্নামেন্টে খেলবেন সিনিয়র ক্রিকেটার তামিম, মুশফিক, রিয়াদ, ইমরুলরা। সেই সঙ্গে জাতীয় দলে খেলা বেশ কিছু তরুণ ক্রিকেটারও দল পেয়েছেন।

তবে, দল পাননি প্রতিভাবান তিন তরুণ ক্রিকেটার সাব্বির রহমান, আবু হায়দার রনি ও মেহেদী হাসান রানা। সাব্বির-রনির সাম্প্রতিক ফর্ম ভালো ছিল না। তবে, মেহেদী হাসান রানার দল না পাওয়াটা অবাক করার মতো।

কারণ, সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন রানা। ১৮টি উইকেট শিকার করেন তিনি। ধারণা করা হচ্ছিল পাকিস্তান সফরে দলে জায়গা পাবেন তিনি। কিন্তু পাননি। বিসিএলেও দল পাননি এই পেসার।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিসিএল,বাংলাদেশ ক্রিকেট লিগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close