reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২০

৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও সিরিজ বাঁচানো ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমেই চাপে পড়েছে বাংলাদেশ। শুরুতে ডাক মেরে ফিরে যান ওপেনার মোহাম্মদ নাঈম। এরপর তিনে নেমে দলকে ভরসা দিতে পারেননি দলে ফেরা মেহেদি হাসানও। আউট হওয়ার আগে মেহেদি ১২ বলে ৯ রান করেন।

বাংলাদেশ ৫ ওভারে ২ উইকেট হারায়। এরপর ৮ম ওভারে এসে শাদাব খানের লেগ স্পিনের শিকার হন লিটন দাস। তিনি করেন মাত্র ৮ রান। তামিম ইকবাল ২৩ রানে ক্রিজে আছেন।

আজ বাঁচা মরার এ ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বোলিংয়ে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের জায়গায় অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসানকে একাদশে ফিরিয়েছে সফরকারীরা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে সফরকারী বাংলাদেশ। জবাবে শোয়েব মালিকের অর্ধশতকে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাবর আজমের দল।

আজকের ম্যাচে পাকিস্তান জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। অপরদিকে বাংলাদেশ জিতলে রোববারের তৃতীয় ম্যাচটি পরিণত হবে অঘোষিত ফাইনালে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মোহাম্মদ শেখ, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান,, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, ও মোহাম্মদ হাসনাইন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টি-টোয়েন্টি সিরিজ,বাংলাদেশ-পাকিস্তান,টি-টোয়েন্টি ম্যাচ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close