reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০২০

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

আজ শুরু হচ্ছে বহুল আলোচিত বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুপুরে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা দুইটায় (বাংলাদেশ সময় বেলা তিনটা) মুখোমুখি হবে ২ দল। ম্যাচটি বাংলাদেশের কোনো চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে সরাসরি দেখা যাবে টেন স্পোর্টস, জিও স্পোর্টস ও পিটিভি স্পোর্টসে।

একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৭ জানুয়ারি। সিরিজ শেষে ২৮ জানুয়ারি বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরবে টাইগাররা। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, নাঈম শেখ, আফিফ হোসেন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ-পাকিস্তান,টি-টোয়েন্টি,সম্ভাব্য একাদশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close