reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২০

শেষ বলে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের

থাইল্যান্ডের বিপক্ষে শেষ বলে শ্বাসরুদ্ধকর জয় পেল বাংলাদেশের মেয়েরা

দুর্বল থাইল্যান্ডের বিপক্ষে শেষ বলে শ্বাসরুদ্ধকর জয় পেল বাংলাদেশের মেয়েরা। সোমবার বিহারের পাটনায় অনুষ্ঠিত এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে থাই মেয়েরা। পরে ইনিংসের শেষ বলে রোমাঞ্চিত জয় তুলে নেয় বাঘিনীরা।

অস্ট্রেলিয়ায় হওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারতে হচ্ছে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে। যার মধ্যে ভারতেরই এ ও বি নামে দুটি দল। অন্যটি থাইল্যান্ডের নারী জাতীয় ক্রিকেট দল।

থাইল্যান্ডের দেওয়া ১২১ রানের টার্গেটে খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের নারীরা। শুরুতেই ওপেনার ফারজানাকে হারায় বাংলাদেশ। তবে আরেক পাশে দলকে টেনে নিতে থাকে শামিমা সুলতানা। তার ব্যাট থেকে আসে ৩৮ রান।

তবে শেষের দিকে দ্রুত উইকেট পড়লে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। পরে ফাহিমার ব্যাটিংয়ের সুবাধে শেষ বলে রোমাঞ্চকর জয় পায় জাহানারা। ফাহিমার ব্যাট থেকে আসে অপরাজিত ২৮ রান। এর আগে প্রথম ম্যাচে ভারত এ দলকে ৫ উইকেটে হারিয়েছিল তারা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশের মেয়েরা,বাংলাদেশ ও থাইল্যান্ড,টি-টোয়েন্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close