reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০২০

ভারতের বিপক্ষে বড় জয় টাইগ্রিসদের

চারদলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে ৫ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ভারতের ছুড়ে দেওয়া ৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ৫ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। যেখানে ৩২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নিগার সুলতানা। এছাড়া ২৪ রান এসেছে ফারজানা হক এবং ২০ রান করেছেন মুর্শিদা খাতুন।

এর আগে বাংলাদেশের ফাহিমা খাতুন, জাহানারা আলমদের বোলিং তোপে পরে ভারতীয় দল। যেখানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে ভারতীয় দল। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান এসেছে মেহতার ব্যাট থেকে। এছাড়া অপরাজিত ২০ রান করেছেন ফুলমালি।

বল হাতে বাংলাদেশের ফাহিমা মাত্র ৭ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া ১৪ রানে ১ উইকেট গেছে জাহানারার ঝুলিতে। আর ১৬ রান খরচে ১ উইকেট নিয়েছেন নাহিদা খাতুন।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতেই ভারত সফরে গেছে বাংলাদেশ নারী দল। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারতের দুই দল—ভারত ‘এ’ এবং ভারত ‘বি’ দল। টুর্নামেন্টের আরেক দল থাইল্যান্ড।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারী ক্রিকেট দল,টাইগ্রিস,টি-টোয়েন্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close