reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০১৯

আরচারি ইভেন্টে সব সোনা বাংলাদেশের

এসএ গেমসে আর্চারিতে অনবদ্য সাফল্যের পর খেলোয়াড়রা

নেপালে চলমান ১৩তম এসএ গেমসের আরচারি ইভেন্টে সবকটি স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশ। মোট ১০টির মধ্যে ১০টি স্বর্ণপদক জিতে অনন্য এক রেকর্ড গড়লেন বাংলাদেশের আরচাররা।

গেমস শুরুর আগেই আরচারি ফেডারেশন তথা আরচারদের প্রতিশ্রুতি ছিল ইভেন্টের সবকটি স্বর্ণপদক জয়ের। শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রেখেছেন রোমান সানারা।

রোববার অনুষ্ঠিত ছয়টি ইভেন্টের স্বর্ণপদক জয় করেছিল বাংলাদেশ। বাকি চারটি স্বর্ণ আজ নিজেদের করে নিয়েছেন লাল সবুজের আরচাররা।

আজ কম্পাউন্ড এককে পুরুষ বিভাগে মোহাম্মদ সোহেল রানা ও মেয়েদের বিভাগে সোমা বিশ্বাস। রিকার্ভ এককে পুরুষ ও মেয়েদের বিভাগে স্বর্ণপদক জিতেছেন যথাক্রমে ইতি খাতুন এবং রোমান সানা।

মেয়েদের রিকার্ভ এককের ফাইনাল ভুটানকে পরাজিত করেন ইতি। একই প্রতিপক্ষকে হারিয়ে পুরুষ রিকার্ভ এককে জিতেছেন রোমান সানা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরচার,এসএ গেমস,সোনা,ইভেন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close