reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০১৯

কত টাকায় দেখা মিলবে সালমান-ক্যাটরিনাকে?

বিপিএল এবার একেবারেই নতুন আঙ্গিকে। নামও বদলে গেছে, নতুন নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’। জাতির জনকের নামের এই টুর্নামেন্টকে ঘিরে থাকছে নানা আয়োজন। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশটা শুরুতেই, উদ্বোধনী অনুষ্ঠান।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বাংলাদেশ ও ভারতের নামিদামি তারকারা। যে অনুষ্ঠানের টিকিট পাওয়ার জন্য দর্শকদের আগ্রহও তুঙ্গে। সবার নিশ্চয়ই জানতে আগ্রহ হচ্ছে, বিপিএলে বড় তারকাদের দেখতে এবার কোন অংশের টিকিটের দাম কত?

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিপিএল নিয়ে জানিয়েছেন অনেক তথ্য। যার মধ্যে টিকিট-সংক্রান্ত প্রশ্নোত্তরও ছিল।

আগেই জানা, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এবার মাতাবেন বলিউডের সুপারস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। পাপন জানান, তাদের সঙ্গে কণ্ঠশিল্পীদের মধ্যে ভারতের সনু নিগাম, কৈলাস খের এবং বাংলাদেশের জেমস, মমতাজ বেগমসহ অনেকেই পারফর্ম করবেন। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।

এবারের বিপিএল যেহেতু বঙ্গবন্ধুর নামে তাই খরচের কমতি রাখবে না বিসিবি। বাজেটের বিষয়টি নিয়ে পাপন বলেন, ‘বাজেট নিয়ে বলা মুশকিল। যেহেতু বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট, খরচ নিয়ে ভাবছি না। স্পন্সররাই সব করবে। এটা তো আমাদের খরচ হচ্ছে না।’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের মূল্য কেমন হবে? এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ২ হাজার ৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের ডানে ও বায়ে যে দুটো ক্লাব হাউজ আছে, সেটার টিকিট ১ হাজার টাকা করে। আর মাঠের ভেতরে ১০ হাজার টাকা। এই ধরনের প্রোগ্রাম তো মাঠের ভেতরেই হয়, গ্যালারিতে কম হয়। মাঠের ভেতরে তাই দাম ১০ হাজার টাকা।’

মোট কতজন দেখতে পারবে অনুষ্ঠানটি? পাপনের জবাব, ‘আনুমানিক ১২ হাজার। এর মধ্যে ৫-৬ হাজার ক্লাব হাউজ, ১ থেকে ২ হাজার মাঠের ভেতরে। মোট ৭-৮ হাজার টিকিট সাধারণ দর্শক কিনতে পারবেন। বাকিটার মধ্যে ৬৪টি জেলায় কাউন্সিলর, বিভাগের কাউন্সিলর, ঢাকার প্রিমিয়ার প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ ক্লাব। সব মন্ত্রণালয় এবং নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত সকল বাহিনী মিলে তিন হাজারের উপরে টিকিট চলে যাবে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,সালমান-ক্যাটরিনা,টাকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close