reporterঅনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর, ২০১৯

৮ নম্বরে নেমে ইয়াসিরের সেঞ্চুরি

সেঞ্চুরির পর ইয়াসির শাহ

অ্যাডিলেডে প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়া করেছে ৩ উইকেটে ৫৮৯ রান। এই রান পাহাড়ের নিচ থেকে উঠতেই পাকিস্তানের যায় যায় অবস্থা। এতো চাপের ভেতরও লেগ-স্পিনার ইয়াসির শাহ যেন ব্যাটিং শেখালেন বাকিদের। আট নম্বরে নেমে হাঁকালেন সেঞ্চুরি। অথচ সকালে ৯৭ রানে আটকে গিয়েছিলেন বাবর আজম।

১৯২ বলে ১২ বাউন্ডারিতে পূর্ণ করেন শতরান। শেষ পর্যন্ত ২১৩ বলে করেন ১১৩ রান। এটিই তার ক্রিকেট ক্যারিয়ারে ব্যাট হাতে সেরা পারফরমেন্স। এর আগে তিন ফরম্যাটের ছিল না অর্ধশত রানেরও ইনিংস।

মিচেল স্টার্ক, পেট কামিন্স, জশ হ্যাজেলউডদের বল খেলতে অন্যরা যেখানে ব্যর্থ হয়ে ফিরেছেন সাজঘরে, সেখানে ইয়াসিরের বুক চিতিয়ে লড়াই। তাও একজন বোলার হয়ে।

ইয়াসির শাহর সেঞ্চুরি স্বত্ত্বেও যে পাকিস্তান এই ম্যাচটা হারবে সেটা অনুমেয়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৫৮৯ রানের বিপরীতে পাকিস্তান আজ তৃতীয় দিনে অলআউট হয়েছে ৩০২ রানে। এরই মধ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে সফরকারীরা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইয়াসির শাহ,সেঞ্চুরি,পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close