reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০১৯

৬৮ রানের লিড নিয়ে ভারতের প্রথম দিন

ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশ দুটি দলই নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে মাঠে নেমেছে।

তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচ শুরুর প্রথম দিন খুব বাজে কাটলো টাইগারদের। ব্যাটিংয়ে নেমেই গোলাপি বলে কুপোকাত টাইগাররা। মাত্র ১০৬ রান করে ৩০.৩ ওভারে অলআউট হয়েছে তারা।

এর জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের প্রথম ইনিংসে ৭ উইকেট হাতে রেখে ৬৮ রানের লিড নিয়েছেন বিরাট কোহলিরা। ৪৬ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে ভারত।

এর আগে ভারত ব্যাটিংয়ে নেমে শুরুতে ইন্দোর টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়ালকে হারায়। তিনি আউট হয়েছেন ১৪ রান করে। তাকে ফেরান আল আমিন। সেই আল আমিনই চা বিরতির আগে রোহিতের ক্যাচ ছাড়েন। ৩৫/১ নিয়ে বিরতিতে যায় ভারত। তবে তৃতীয় সেশনের শুরুতেই রোহিতকে তুলে নেন ইবাদত হোসেন। ফিরে যান জীবন পাওয়া রোহিত শর্মা। তিনি করেন ২১ রান।

তবে তৃতীয় উইকেট জুটিতে লিড নিয়েছে ভারত। তবে ৫৫ রান করা চেতেশ্বর পূজারাকে আউট করে দেন ইবাদত। বিরাট কোহলি ৫৯ রানে এবং তার সঙ্গী রাহান ২৩ রান করে ইনিংসের প্রথম দিনের খেলা শেষ করেছেন।

বাংলাদেশের হয়ে ইবাদত হোসেন নিয়েছেন ২ উইকেট ও আল আমিন নিয়েছেন ১টি উইকেট।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত-বাংলাদেশ,দিবারাত্রি টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close