reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০১৯

গোলাপি বলে কুপোকাত বাংলাদেশ

ইডেন গার্ডেন্সে আজ ভারত-বাংলাদেশ দুটি দলই নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে মাঠে নামে। তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচ শুরুর প্রথম দিন খুব বাজে কাটলো টাইগারদের। ব্যাটিংয়ে নেমেই গোলাপি বলে কুপোকাত হতে থাকে ব্যাটসম্যানরা।

শুরু থেকেই ভালো করতে পারেননি টাইগাররা। প্রথম সেশনের আগেই ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মুমিনুলরা। এরপর দ্বিতীয় সেশন শুরুর পর খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না বাংলাদেশের খেলোয়াড়রা। মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ।

এদিকে, ম্যাচের সূচনালগ্নে ইশান্ত শর্মার এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইমরুল কায়েস। ওয়ানডাউনে নেমে খেলা ধরতে পারেননি টেস্ট স্পেশালিস্টখ্যাত মুমিনুল হক। উমেশ যাদবের বলে ব্যক্তিগত শূন্য রানে ফেরেন তিনি। সেই রেশ না কাটতেই তারই বলে সোজা বোল্ড হয়ে ফেরেন মোহাম্মদ মিঠুন। রানের খাতায় খুলতে পারেননি এ টপঅর্ডার।

পরে নির্ভরতা জোগাতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মোহাম্মদ শামির বলে প্লেড অন হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ডাক মারেন তিনিও। তাতে চাপে পড়ে বাংলাদেশ।

সতীর্থরা একে একে যাওয়া-আসার মিছিলে যোগ দিলেও একপ্রান্ত আগলে থাকেন সাদমান ইসলাম। ধ্বংসস্তূপে সংগ্রাম চালিয়ে যান তিনি। তবে হঠাৎ পথচ্যুত হন বাঁহাতি ওপেনার। ধরে সাজঘরের পথ। এরপর উমেশ যাদবের বলে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ফেরার আগে করেন ৫২ বলে ৫ চারে ২৯ রান। এতে মহাবিপর্যয়ে পড়ে সফরকারীরা।

মধ্যাহ্ণ বিরতির পর এবাদত হোসেনকে (১) বোল্ড করে দেন ইশান্ত শর্মা। স্পিন অল-রাউন্ডার হিসেবে পরিচিত মেহেদী হাসান মিরাজ ইশান্ত শর্মার চতুর্থ শিকার হন মাত্র ৬ রান করে। দলের সংগ্রহ তখন ৯৮ রান। মোহাম্মদ শামির বলে নাঈম হাসান (১৯) আউট হতেই মাত্র ৩০.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

ভারতের হয়ে ১২ রানে ৫ উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। উমেশ যাদব নিয়েছেন ৩টি আর ২টি নিয়েছেন মোহাম্মদ শামি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত-বাংলাদেশ টেস্ট,দিবারাত্রি টেস্ট,ইডেন টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close