reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০১৯

ধুঁকছে বাংলাদেশ

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গোলাপি বলে ব্যাপক সুইং পাচ্ছেন ভারতের পেসাররা। সঙ্গে পাচ্ছেন বাড়তি গতি ও কাটার। তাতেই ঘায়েল বাংলাদেশ। সর্পিল ইনসুইং-আউটসুইং, বজ্রগতিতে কাটা পড়ছেন একের পর এক ব্যাটসম্যান।

সবশেষ সাজঘরে ফিরলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহার ক্যাচ হয়ে ফিরেছেন তিনি। স্বভাবতই ধুঁকছে তারা। লিটন দাস ও নাঈম হাসান ব্যাট করছেন।

এর আগে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নয়া প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও টাইগার ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।

দুপুর দেড়টায় শুরু হয় খেলা। এ নিয়ে ইতিহাস গড়ে ভারত-বাংলাদেশ। দুই দলই নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে মাঠে নামে। তবে শুরুটা ভালো করতে পারেননি টাইগাররা। সূচনালগ্নে ইশান্ত শর্মার এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইমরুল কায়েস।

ওয়ানডাউনে নেমে খেলা ধরতে পারেননি টেস্ট স্পেশালিস্টখ্যাত মুমিনুল হক। উমেশ যাদবের বলে ব্যক্তিগত শূন্য রানে ফেরেন তিনি। সেই রেশ না কাটতেই তারই বলে সোজা বোল্ড হয়ে ফেরেন মোহাম্মদ মিঠুন। রানের খাতায় খুলতে পারেননি এ টপঅর্ডার।

পরে নির্ভরতা জোগাতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মোহাম্মদ শামির বলে প্লেড অন হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ডাক মারেন তিনিও। তাতে চাপে পড়ে বাংলাদেশ।

সতীর্থরা একে একে যাওয়া-আসার মিছিলে যোগ দিলেও একপ্রান্ত আগলে থাকেন সাদমান ইসলাম। ধ্বংসস্তূপে সংগ্রাম চালিয়ে যান তিনি। তবে হঠাৎ পথচ্যুত হন বাঁহাতি ওপেনার। ধরে সাজঘরের পথ।

উমেশ যাদবের বলে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ফেরার আগে করেন ৫২ বলে ৫ চারে ২৯ রান। এতে মহাবিপর্যয়ে পড়ে সফরকারীরা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও বাংলাদেশ,গোলাপি বল,ধুঁকছে বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close