reporterঅনলাইন ডেস্ক
  ১৫ নভেম্বর, ২০১৯

ভারতীয় শিবিরে জোড়া আঘাত

দিনের শুরুতেই ভারতীয় শিবিরে জোড়া আঘাত হানেন আবু জায়েদ রাহী

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ভারতীয় শিবিরে জোড়া আঘাত হানলেন আবু জায়েদ রাহী। ফেরালেন ভারতের ‘বিগ ফিশ’ বিরাট কোহলিকে। এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য রানে ফিরে যান ভারতের কাপ্তান।

দ্বিতীয় দিনের শুরুতেই ভারত শিবিরে হানা দেন আবু জায়েদ রাহী। ইনিংসের ২৯তম ওভারের পঞ্চম বলে স্লিপে দাঁড়িয়ে থাকা সাইফ হাসানের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান চেতেশ্বর পূজারা। যাওয়ার আগে ৭২ বলে ৫৪ রান করেছেন এই ব্যাটসম্যান।

দিনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ নেওয়ার চেষ্টায় আঙুলে ব্যথা পান মেহেদী হাসান মিরাজ। ওভার শেষে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ কাপ্তান মুমিনুল হক। ব্যাট করতে নেমে ভারতের বোলিং তান্ডবে ১৫০ রানে সবকয়টি উইকেট হারায় বাংলাদেশ। শুরুতে রাহীর বলে রোহিত ফিরলেও, দিন শেষে চালকের আসনে ভারত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জোড়া আঘাত,বাংলাদেশ ও ভারত,আবু জায়েদ রাহী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close