প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ নভেম্বর, ২০১৯

ম্যাচ জেতার সুযোগ ছিল

টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৩০ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল। রোহিতদের করা ১৭৪ রানের জবাবে নেমে সব উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহরা। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মেনে নিয়েছেন, ম্যাচ জয়ের সুযোগ ছিল তার দলের। কিন্তু সুযোগটি কাজে লাগতে পারেননি।

রোববার রাতে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, নাঈম ও মিঠুন যেভাবে শুরু করেছিল তাতে আমাদের ম্যাচ জেতার অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু দ্রুত উইকেট হারানোর ফলে ম্যাচটা হাত থেকে ফসকে যায়। এক পর্যায়ে ৪ ওভারে ৪৯ রান প্রয়োজন ছিল। তখনো আামাদের সুযোগ ছিল।

টাইগার অধিনায়ক তরুণ ব্যাটসম্যান নাঈম শেখের প্রশংসা করে বলেন, আমি মনে করি নাঈম খুবই প্রতিভাবান ব্যাটসম্যান। খুব গোছালোভাবে নিজের ইনিংসটা সাজিয়েছিল।

এদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ দুপুরে দেশে ফিরছেন নাঈম, আফিফ, মোসাদ্দেকসহ টি-টোয়েন্টি দলের আট ক্রিকেটার। টাইগারদের সামনে এখন টেস্ট সিরিজ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। শেষ টেস্ট শুরু হবে ২২ তারিখ কলকাতায় ইডেন গার্ডেনে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাহমুদউল্লাহ রিয়াদ,টি-টোয়েন্টি,ম্যাচ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close