পার্থ মুখোপাধ্যায়

  ২৩ অক্টোবর, ২০১৯

ভারতীয় ক্রিকেটে সৌরভ যুগের শুরু

আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের দায়িত্ব বুঝে নিচ্ছেন সৌরভ গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) শেষ হলো ৩৩ মাস ধরে চলা সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটির জমানা। এবার বোর্ডে শুরু সৌরভ যুগের। সরকারিভাবে বুধবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি।

বোর্ডের নতুন সংবিধান অনুযায়ী আগামী বছরের জুলাই মাস পর্যন্ত দায়িত্বে থাকবেন সৌরভ। প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রত্যাশামতোই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুম্বাইয়ে বোর্ডের সাধারণ বার্ষিক সভার শুরুর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সৌরভ গাঙ্গুলি।

সৌরভ ছাড়াও বোর্ডের সচিব পদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং শাসক দল বিজেপি সভাপতি অমিত শাহ পুত্র জয় শাহ এবং কোষাধ্যক্ষ পদে আরেক রাজনৈতিক নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমলকে বেছে নিয়েছেন সব রাজ্য সংস্থার প্রতিনিধি।

প্রসঙ্গত, স্বাধীন ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৪৭ বছরের সৌরভ বোর্ডের ৩৯তম সভাপতি। দেশের সফলতম অধিনায়কদের মধ্যে অন্যতম সৌরভের ক্রিকেট প্রশাসক হিসেবে গ্রাফও দুর্দান্ত সফল।

এদিকে, আজই সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটন্সের মেয়াদ শেষ হলো। এবার সৌরভদের সামনে রয়েছে একাধিক নতুন চ্যালেঞ্জ। সেই তুলনায় সময়ও কম। কারণ লোধা কমিটির সুপারিশ অনুযায়ী জুলাইয়ের পরই ক্রিকেট প্রশাসক হিসেবে কুলিং অফ পিরিয়ডে চলে যেতে হবে সৌরভকে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৌরভ গাঙ্গুলি,ভারতীয় ক্রিকেট,বিসিসিআই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close