প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ অক্টোবর, ২০১৯

বাংলাদেশকে ফুটবলের রাজধানী বললেন ফিফা প্রেসিডেন্ট!

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

ঢাকায় পৌঁছে বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্সের ভূয়সি প্রশংসা করলেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। সেখানে সাংবাদিকদের ফিফা প্রেসিডেন্ট বলেন, সবাইকে শুভ সকাল। প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে খুবই আনন্দিত। এ সফর আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স সত্যিই চোখে পড়ার মতো।

উচ্ছ্বসিত জিয়ান্নি ইনফান্তিনো বলেন, দেখুন বাংলাদেশ এখন বিশ্ব ফুটবলের রাজধানী, কারণটা খুবই পরিষ্কার—ফিফা প্রেসিডেন্ট এখন ঢাকায়।

এর আগে মঙ্গোলিয়া থেকে রাত সোয়া ১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ফিফা প্রেসিডেন্টের। কিন্তু প্রবল বাতাসের কারণে তার যাত্রা বিলম্ব হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিফা,বাংলাদেশ ফুটবল,জিয়ান্নি ইনফান্তিনো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close