reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৯

সিপিএলের ফাইনালে সাকিবরা

দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠলো সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া ম্যাচে ১২ রানের জয় পেয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস।

প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে বার্বাডোজ ট্রাইডেন্টস। জবাবে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স ১৪৮ রানে।

সিপিএলের শুরু থেকে খুব একটা সুবিধা করতে পারেনি বার্বাডোজ। অনেকটা বাধ্য হয়েই নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানের বদলি হিসেবে তারা চুক্তি করেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে। সাকিবের ছোঁয়ায় এরপর থেকেই বদলে যায় দলটি। তার অলরাউন্ড পারফরম্যান্সে সহজেই দুই জয় তুলে জায়গা করে নেয় প্লে অফে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে গায়ানার বিপক্ষে সাকিবের ম্লান পারফরম্যান্সের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বার্বাডোজ। দ্বিতীয় কোয়ালিফায়ারে সুখবর আসলো বার্বাডোজের।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিপিএল,ফাইনাল,সাকিব,বার্বাডোজ ট্রাইডেন্টস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close