reporterঅনলাইন ডেস্ক
  ০৩ অক্টোবর, ২০১৯

বার্সেলোনার রোমাঞ্চকর জয়

উত্তেজনায় ঠাসা ছিল ৯০ মিনিটের লড়াই

দুই জায়ান্টের লড়াই বলে কথা। উত্তেজনায় ঠাসা ছিল ৯০ মিনিটের লড়াই। প্রথমে পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। জয়ের নায়ক লুইস সুয়ারেস। এই তারকা ফুটবলার একাই করলেন জোড়া গোল। বুধবার রাতে ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে ‘এফ’ গ্রুপের খেলায় ২-১ গোলে জয় তুলে নেয় বার্সেলোনা।

যদিও লাউতারো মার্তিনেসের গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মিলান। তবে এরপরই সুয়ারেসের ম্যাজিকে কাতালান ক্লাবটি তুলে নেয় চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম জয়। শঙ্কা কাটিয়ে ম্যাচটিতে খেলেন লিওনেল মেসি। যদিও গোলের দেখা পাননি ইনজুরি কাটিয়ে উঠা এই তারকা। তবে দল ঠিকই দেখা পেয়েছে জয়ের।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ টুর্নামেন্টে ‘এফ’ গ্রুপের দিনের আরেক ম্যাচে স্লাভিয়া ব্রাগের মাঠে ২-০ গোলে জয় তুলে নেয় বরুসিয়া ডর্টমুন্ড। ‘ই’ গ্রুপে অস্ট্রিয়ার দল সালসবুর্ককে ৪-৩ গোলে হারিয়েছে লিভারপুল। হেঙ্কের সঙ্গে গোলশূন্য ড্র করেছে নাপোলি। ‘জি’ গ্রুপে জার্মানির দল লাইপজিগকে ২-০ হারিয়েছে ফ্রান্সের অলিম্পিক লিওঁ। ‘এইচ’ গ্রুপে ফ্রান্সের ক্লাব লিলের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চেলসি। ভালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বার্সেলোনা,রোমাঞ্চকর জয়,লুইস সুয়ারেস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close