reporterঅনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

বাবরের সেঞ্চুরিতে বড় স্কোর পাকিস্তানের

‘রানমেশিন’ বাবর আজম আরও একটি সেঞ্চুরির দেখা পেলেন। পাকিস্তানও পেল বড় সংগ্রহ। দশ বছর পর করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হচ্ছে আন্তর্জাতিক কোনো ওয়ানডে। আর ঘরের মাঠে খেলতে নেমে দর্শকদের ব্যাটিং বিনোদন উপহার দিয়েছে পাকিস্তান।

সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। করাচিতে সোমবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাবর আজমের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান।

বাবর আজম তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১তম ওয়ানডে সেঞ্চুরি। ১০৫ বলে ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১১৫ রানের ঝড়ো এক ইনিংস খেলে আউট হন এই ব্যাটসম্যান।

এছাড়া ওপেনার ফাখর জামান ৫৪ আর ইমাম উল হক করেন ৩১ রান। হারিস সোহেলের ব্যাট থেকে আসে ৪০। আর শেষদিকে ২০ বলে ২টি করে চার ছক্কায় ৩২ রানের হার না মানা এক ইনিংস খেলেন ইফতিখার আহমেদ।

শ্রীলঙ্কার পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে ২ উইকেট পেলেও তিনি খরচ করেছেন ৬৩ রান।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাবর আজম,পাকিস্তান,করাচি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close