reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফাইল ছবি

আজ মঙ্গলবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচ শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে খেলবেন। এ কারণে আগামীকাল বুধবার আমেরিকার উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব।

জানা গেছে, জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় এবারও প্রথমে সিপিএলে খেলতে চাননি সাকিব। যে কারণে প্লেয়ার ড্রাফট থেকে আফিফ হোসেন ছাড়া বাংলাদেশের কোনো ক্রিকেটারদের নেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। অপরদিকে বিসিবি ছাড়পত্র না দেওয়ায় আফিফকেও পাচ্ছে না সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

তবে গতকাল সোমবার জানা যায়, আফিফকে না পেলেও সাকিবকে সিপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। এ ব্যাপারে সাকিব গণমাধ্যমকে জানান, ক্যারিবীয় টি-টোয়েন্টি প্রিমিয়ার লীগে খেলতে আগামীকাল আমেরিকার উদ্দেশে দেশ ছাড়বেন। সেখানে বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে খেলবেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাকিব,সিপিএল,ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close