reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০১৯

ফুটবলে ভুটানকে হারালো বাংলাদেশ

২০২০ সালের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছেন মইনুল-সাইফুলরা। কাতারের দোহায় শুক্রবার ‘ই’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল তারা।

শুরু থেকে দুই দলের খেলায় গতি থাকলেও কোনো দলই গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না। আগের ম্যাচে ইয়েমেনের কাছে ১০-১ গোলে হেরে আসা ভুটানের রক্ষণে প্রথমার্ধের শেষ দিকে চাপ বাড়াতে থাকে বাংলাদেশ। ৪০তম মিনিটে সুমনের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে ফেরার পর মইনুল ইসলামের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে অনেকটা লাফিয়ে উঠে করা হেডে জাল খুঁজে নেন সাইফুল ইসলাম সাঈদ। দ্বিতীয়ার্ধের শুরুতে ইমন ইসলামের দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ৫০তম মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে কেলজাং জিগমের নেওয়া শট তার সতীর্থের গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।

দুই মিনিট পর সতীর্থের লম্বা ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে এক ছুটে গোলরক্ষককে কাটিয়ে স্কোরলাইন ৩-০ করেন মইনুল। ৫৮তম মিনিটে সাজেদ হাসান নিঝুমের শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে পোস্টে লেগে ফিরলে ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া বাংলাদেশ আগামী রোববার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইয়েমেনের মুখোমুখি হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফুটবল,বাংলাদেশ ও ভুটান,এএফসি অনূর্ধ্ব-১৬
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close