reporterঅনলাইন ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশের যুবাদের কাছে ১০৬ রানেই শেষ ভারত

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১০৬ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। যুব এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলছে এই প্রথম। তাই প্রথম শিরোপা প্রাপ্তির হাতছানি বাংলাদেশের সামনে।

এর আগে টস হেরে বোলিং পাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক আকবর আলী বলেছিলেন, ‘হতে পারে টস হারাটাই ভালো হয়েছে।’ বোলাররা সত্যি প্রমাণ করেছেন তার কথা।

অফ স্পিনে ৬ ওভার বোলিংয়ে মাত্র ৮ রানে তিন উইকেট নিয়েছেন শামিম হোসেন। বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ৩ উইকেট নিয়েছেন ১৮ রানে।

নতুন বলে দলকে প্রথম উইকেট এনে দেন ডানহাতি পেসার তানজিম হাসান। স্টাম্পের বাইরে বাজে শট খেলে আউট হন অর্জুন আজাদ। তবে তানজিমের মুভমেন্ট ও বাউন্সও ছিল দেখার মতো।

আরেক পাশে মৃত্যুঞ্জয়ের সুইং ও বাউন্সে বিদায় নেন তিলক ভার্মা। এরপর তানজিদ হাসানের দুর্দান্ত সারাসরি থ্রোয়ে যখন ফিরলেন সুবেদ পার্কার, ভারতের রান তখন ৩ উইকেটে ৮।

চতুর্থ উইকেটে প্রতিরোধের চেষ্টা করেন অধিনায়ক ধ্রুব জুরেল ও শাশ্বত রাওয়াত। ৪৫ রানের এই জুটি ভাঙেন শামিম। ফিরিয়ে দেন ১৯ রান করা রাওয়াতকে। ওই ওভারেই শামিম এনে দেন আরেকটি উইকেট।

পরে এক প্রান্ত আগলে রাখা জুরেলকেও ফেরান শামিম। পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নেন মৃত্যুঞ্জয়। ভারতীয় অধিনায়ক করেছেন ৫৭ বলে ৩৩।

মৃত্যুঞ্জয় পরে পুরোনো বলে এসেও করেছেন দারুণ বোলিং। ভারত ৮৪ রানে হারিয়েছিল ৯ উইকেট। আটে নামা কারান লালের ৪৩ বলে ৩৭ রানের ইনিংসে তারা পেরোয় একশ। শেষ পর্যন্ত কারানকে ফিরিয়েই ইনিংস শেষ করেন মৃত্যুঞ্জয়।

মৃত্যুঞ্জয় নিয়েছেন ৩ উইকেট। স্পিনার শামীমও নিয়েছেন ৩ উইকেট। শাহীন আলম ও তানজীম পেয়েছেন ১টি করে উইকেট।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ,ফাইনাল,বাংলাদেশ-ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close