reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০১৯

যেখানে পাবেন ত্রিদেশীয় সিরিজের টিকিট

শুক্রবার থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে তিন জাতির এই টুর্নামেন্টে। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠেয় এই সিরিজের টিকিট পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে।

সিরিজের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। রাউন্ড রবিন পদ্ধতিতে ফাইনালসহ সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালসহ চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর বাকি তিন ম্যাচ হবে চট্টগ্রামে।

ঢাকায় অনুষ্ঠেয় প্রথম তিন ম্যাচের টিকিট ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ২ হাজার টাকা ও সর্বনিম্ন ১০০ টাকা। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই টিকিটি পাওয়া যাবে।

১. বিসিবি হসপিটালিটি লাউঞ্জ- ২০০০ টাকা

২. গ্র্যান্ড স্ট্যান্ড - ১০০০ টাকা

৩. ভিআইপি স্ট্যান্ড - ৫০০ টাকা

৪. শহীদ জুয়েল স্ট্যান্ড- ৩০০ টাকা

৫. শহীদ মোস্তাক স্ট্যান্ড - ৩০০ টাকা

৬. সাউদার্ন শট্যান্ড - ১৫০ টাকা।

৭. নর্দান স্ট্যান্ড- ১৫০ টাকা।

৮. ইস্টার্ন স্ট্যান্ড - ১০০ টাকা।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্রিদেশীয় সিরিজ,টিকিট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close