reporterঅনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর, ২০১৯

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা যুবারা

সেঞ্চুরি করার পর মাহমুদুল হাসান জয়ের উদযাপন

সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে অপরাজিত থেকেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ চারে খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৪২ রানে হারায় আকবর আলীর দল। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ৭ উইকেটে করে ২৭৩ রান। জবাবে ৪৭.৪ বলে ২৩১ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

তানজিদ হাসানের সঙ্গে উদ্বোধনী জুটিতে দলকে সাবধানী শুরু এনে দেন আগের দুই ম্যাচে তিন নম্বরে ব্যাট করা মাহমুদুল । ১৭ রান করে তানজিদের বিদায়ের পর বড় ইনিংস খেলতে পারেননি তিনে নামা পারভেজ হোসেনও।

তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে ১২১ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মাহমুদুল। ৫০ রান করে হৃদয়ের বিদায়ের পর শামীম হোসেন ও অধিনায়ক আকবরের সঙ্গে আরও দুটি কার্যকর জুটি গড়েন মাহমুদুল। ১৪০ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১২৬ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন দিলশান মাদুশঙ্কা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ,মাহমুদুল হাসান,সেঞ্চুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close