reporterঅনলাইন ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রাম টেস্ট

৩৪২ রানে অলআউট আফগানরা

বাংলাদেশের বিপক্ষে ৩৪২ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম চারটি, সাকিব আল হাসান ও নাঈম ইসলাম দুটি করে এবং মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান একটি করে উইকেট নিয়েছেন।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে আফগানিস্তান।

সেখান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে আফগানিস্তান। আফগান ব্যাটসম্যানদের চেপে ধরেন তাইজুল। দিনের শুরুতেই আসগর আফগানকে ফেরান তাইজুল। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন সাবেক আফগানিস্তান অধিনায়ক। আসগরের পর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আফসার জাজাইকে বোল্ড করেন তাইজুল।

তাইজুলের পর নিজের প্রথম উইকেট পান সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনার ফিরিয়ে দিয়েছেন কায়েস আহমেদকে। কাইসের পর ইয়ামিন আহমাদজাইকেও ফিরিয়েছেন সাকিব। রশিদ খানকে দারুণ এক ফিরতি ক্যাচে আউট করে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে দিয়েছেন মেহেদী হাসান। ৬১ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন রশিদ। দ্বিতীয় দিনে বাকি ৫ উইকেটে আফগানিস্তান যোগ করতে পারে ৭১ রান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও আফগানিস্তান,চট্টগ্রাম টেস্ট,তাইজুল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close