reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জুলাই, ২০১৯

বোল্ড প্রথা ভেঙে এবার ক্যাচ আউট তামিম

বিশ্বকাপ থেকে শুরু। একের পর এক ম্যাচে বোল্ড হয়ে যাচ্ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সর্বশেষ ৬ ইনিংসের সবকটিতেই বোল্ড হয়েছেন তিনি! শুধু তাই নয়, বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ৩১বার বোল্ড হওয়ার রেকর্ডও এখন তার। অবশেষে সেই বৃত্ত আজ তিনি ভাঙলেন। বিশাল টার্গেট তাড়ায় দলীয় ৪ রানে কাসুন রাজিথার বলে পেরেরার গ্লাভসবন্দি হন ২ রান করে। আরেক ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গী হয়েছেন তিন নম্বরে নামা সৌম্য সরকার।

খেলার সবশেষ খবর : বাংলাদেশ ৭২/৪

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের নির্বিষ বোলিং আর বাজে ফিল্ডিংয়ংয়ের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রানের পাহাড় গড়ে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা। দলীয় ১৩ রানেই প্রথম উইকেট হারিয়েছিল তারা। শফিউল ইসলামের বলে এলবিডাব্লিউ হয়ে যান ৬ রান করা আভিস্কা ফার্নান্দো। ৮৩ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়েন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে আর কুসল পেরেরা।

৪৬ রান করা করুনারত্নেকে মুশফিকের গ্লাভসবন্দি করে জুটি ভাঙেন তাইজুল। কুসলও বেশিক্ষণ টিকতে পারেননি। রুবেলের শিকার হয়েছেন ৪২ রানে। ৫৮ বলে ৫৪ কুসল মেন্ডিসকে সাব্বিরের তালুবন্দি করেন সৌম্য সরকার। ৪২তম ওভারের শেষ বলে দুইশ ছাড়ায় শ্রীলঙ্কার স্কোর। ৬৯ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া দাসুন শানাকা ১৪ বলে ৩০ রানের ঝড় তুলে শফিউলের শিকার হন। অন্যপ্রান্তে তিন অংকের দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে ৮৭ রানে তাকে ফেরান সৌম্য। শেষের দিকে সম্মিলিত চেষ্টায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। ১০ ওভারে ৬৮ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শফিউল। ৫৬ রানে তিনটি নিয়েছেন সৌম্য।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বোল্ড প্রথা,ক্যাচ আউট,তামিম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close