reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জুলাই, ২০১৯

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

রোববার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জেতার পর টাইগার দলপতি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা অবসর নিয়েছেন প্রথম ম্যাচে। ওই ম্যাচে ৯১ রানের বড় জয় পেয়েছে লঙ্কানরা। তার বদলে ইশুরু উদানা দলে সুযোগ পেয়েছেন। এদিকে থিসারা পেরেরাকে বাদ দিয়ে দলে জায়গা করে নিয়েছেন স্পিনার আকিলা ধনঞ্জয়া।

অন্যদিকে পেসার রুবেল হোসেনের বদলে ৩ বছর পর বাম-হাতি স্পিনার তাইজুল ইসলাম একাদশে এসেছেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুণারত্নে, আভিশকা ফার্নান্দো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমানে, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও ইশুরু উদানা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ-শ্রীলঙ্কা,বাংলাদেশ,শ্রীলঙ্কা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close