reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুলাই, ২০১৯

বাছাইপর্বে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

লাওসের বিরুদ্ধে ঘরের মাঠে গোল শূন্য ড্রয়ের মাধ্যমে বাংলাদেশ কাতার বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে খেলা নিশ্চিত করেছিল। এখন সেই বাছাইপর্বের গ্রুপও নির্ধারণ হয়ে গেল।

বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাতার বিশ্বকাপ এবং এএফসি কাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়। এশিয়া অঞ্চলের বাছাইয়ে গ্রুপ 'ই' তে পড়েছে বাংলাদেশ।

এই গ্রুপে ওমান, ভারত, আফগানিস্তান ও কাতারের বিপক্ষে খেলতে হবে জামাল ভূঁইয়াদের।

এই চার দেশের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে বাংলাদেশ মোট ৮ টি ম্যাচ খেলবে। এ বছরের সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে শুরু হয়ে বাছাইয়ের দ্বিতীয় পর্ব চলবে ২০১৯ সালের ৯ জুন পর্যন্ত।

যদিও কাতার আয়োজক দেশ হিসেবে সরাসরিই ২০২২ সালের বিশ্বকাপে খেলবে, তবে এই একই গ্রুপে এএফসি কাপের বাছাইপর্বও অনুষ্ঠিত হবে। সেখানে কাতার সাধারণ দল হিসেবেই অংশ নিবে।

বাছাইপর্বের গ্রুপ নির্ধারণী এই ড্র অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাছাইপর্ব,যাদের বিপক্ষে,খেলবে,বাংলাদেশ,ফিফা,কাতার বিশ্বকাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close