reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০১৯

দেখে নিন শ্রীলঙ্কা সফরের সূচি

বিশ্বকাপ মিশন শেষ হয়েছে বাংলাদেশ দলের। ক্রিকেটারদের সবাই এখনও দেশে ফেরেননি। ছুটিতে আছেন সবাই। এরই মধ্যে বাংলাদেশ দলের নতুন ক্রিকেট সূচি প্রকাশ হয়েছে। বাদ্য বেজে গেছে শ্রীলংকা সফরের। সোমবার শ্রীলংকা ক্রিকেট বোর্ড দু'দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে।

বাংলাদেশ ক্রিকেট দল এক সপ্তাহের কিছুটা বেশি সময় শ্রীলংকা সফরে কাটাবে। আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজের জন্য বাংলাদেশ দল আগামী ২৩ জুলাই শ্রীলংকা যাবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর 'আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সফর শেষে ১ আগস্ট দেশের বিমান ধরার কথা আছে ক্রিকেটারদের। সবগুলো ম্যাচই দিবারাত্রির।

বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশ এবং দেশের বাইরে ছুটি কাটাচ্ছেন। দেশে ফিরে তারা শ্রীলংকা সফরের অনুশীলন শুরু করবেন। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের প্রধান কোচ স্টিভ রোডসকে বরখাস্ত করেছে। অন্তবর্তীকালীন কোচের অধীনে তাই লংকা সফর করার সম্ভাবণা বেশি বাংলাদেশ দলের।

এছাড়া শ্রীলংকা সফরে ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা খেলবেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। সাকিব আল হাসান দীর্ঘ বিশ্বকাপ যাত্রা, তার আগে আইপিএল সফর মিলিয়ে শ্রীলংকা সফর থেকে বিশ্রাম চেয়েছেন। লিটন দাসের বিয়ের দিন ঠিক হয়ে আছে শ্রীলংকার ঘোষিত সূচির মধ্যে। তারও তাই শ্রীলংকা সফর অনিশ্চিত।

তারিখ ম্যাচ ভেন্যু

২৬ জুলাই ১ম ওয়ানডে (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

২৮ জুলাই ২য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

৩১ জুলাই ৩য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীলঙ্কা সফর,সূচি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close