reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুলাই, ২০১৯

লাল কার্ড নিয়ে মুখ খুললেন মেসি

চিলির বিপক্ষে ২-১ গোলে আর্জেন্টিনার জয়ের দিনে লাল কার্ড দেখে আবারও রেফারি ও কনমেবলকে এক হাত নিয়েছেন লিওনেল মেসি।

ম্যাচের ৩৭ মিনিটে চিলির অধিনায়ক গ্যারি মেদেলের সাথে বিবাদে জড়িয়ে পড়লে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। অবশ্য তার আগেই ২ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে চিলি এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে স্কালোনির দল। পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক নিতে আসেননি ক্ষুব্ধ মেসি।

ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রেফারি, কনমেবল, ব্রাজিল কাউকেই ছাড়েননি তিনি। লাল কার্ড দেখার বিষয়ে মেসি বলেন, আমি মনে করি—ব্রাজিলের বিপক্ষে কথা বলার কারণে আমাকে লাল কার্ড দেখানো হয়েছে।

এছাড়া মেসি মনে করেন, কনমেবল চায় ব্রাজিল শিরোপা জিতুক। কোনো সন্দেহ নেই, সবকিছু ব্রাজিলের জন্য সাজানো হয়েছে। আমি আশা করব ভিএআর ও রেফারি ফাইনালে এরকম কিছু করবে না এবং পেরুকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে।

কেন পদক নিতে যাননি এই প্রশ্নের জবাবে মেসি বলেন, আমি এই দুর্নীতির অংশ হতে চাইনি। আমাদের প্রতি এমন অসম্মানজনক আচরণের পর এর অংশ হওয়া আমাদের উচিত হবে না।’ আমরা অনেক দূর যেতে পারতাম। কিন্তু আমাদেরকে ফাইনালে যেতে দেওয়া হয়নি। দুর্নীতি, বাজে রেফারিংয়ের জন্য মানুষ ফুটবল উপভোগ করতে পারছে না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আর্জেন্টিনা,লাল কার্ড,মেসি,ফুটবল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close