reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুলাই, ২০১৯

‘রেফারির সব সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে’

কোপা আমেরিকার গত দুই আসরের রানার্স-আপ আর্জেন্টিনা এবার বিদায় নিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই। বুধবার ভোরে (বাংলাদেশ সময়) বেলো হরিজন্তেতে গ্যাব্রিয়েল হেসুস ও রবার্তো ফিরমিনোর গোলে ২-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লিওনেল মেসির দল।

তবে এই হারে সম্পূর্ণ দোষ রেফারির কাঁধে চাপিয়ে দিলেন মেসি। সাধারণত হারের কারণ হিসেবে কখনো কোনো 'খোঁড়া যুক্তি' দাঁড় না করালেও ব্রাজিলের কাছে হারের পর ম্যাচ রেফারি রোডি জামব্রানোর তীব্র সমালোচনা করেন 'লা পুলগা'। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলে বসেন, 'ম্যাচে তার (রেফারি) সিদ্ধান্তগুলোর উপর আমাদের কোনো শ্রদ্ধা নেই। আমরা প্রচণ্ড ক্ষুব্ধ; কারণ, আমরা ভালো একটি ম্যাচ খেলেছি এবং নিজেদের সেরাটা দিয়েছিলাম।'

হারের আক্ষেপে পোড়া মেসির মুখ এখানেই থেমে যায়নি। রেফারির সমালোচনা করে তিনি আরও বলেন, 'এটা হতাশ হওয়ায় মতো বিষয়। ম্যাচে এমন সব সিদ্ধান্ত নেয়া হয়েছে যা আমাদের বিপক্ষে গেছে। আমরা এ কারণেই ম্যাচ থেকে ছিটকে পড়েছি। সে (রোডি) মোটেও নিরপেক্ষ ছিল না। আর রেফারিরা এই কোপা আমেরিকায় এমন অনেক আবোলতাবোল সিদ্ধান্ত দিয়েছে! অথচ তাদের হাতে ভিএআরের সাহায্য নেয়ার সুযোগ ছিল। কিন্তু সেদিকে তারা ভ্রূক্ষেপও করেনি।'

এরপর কোপার আয়োজক কনমেবলের কাছে বাজে রেফারিংয়ের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান ফিফার পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার, 'তারাই (রেফারি) যেন আমাদের মূল প্রতিপক্ষ, আমাদের হারাতে চেষ্টা করেছে। এই ম্যাচের রেফারিং খতিয়ে দেখা উচিত। আশা করি কনমেবল রেফারিদের নেয়া সিদ্ধান্তগুলো ভালো করে পর্যবেক্ষণ করবে।'

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোপা আমেরিকা,রেফারি,সিদ্ধান্ত,মেসি,আর্জেন্টিনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close