reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০১৯

৩ গোল বাতিলের পর ব্রাজিলের ম্যাচ ড্র

কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলকে আটকে দিয়েছে ভেনেজুয়েলার কপাল ভাগ্য। কারণ মূলত ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভার)। প্রযুক্তির কারণে বাতিল হয়েছে ব্রাজিলের তিনটি গোল। অবশ্য গোল বাতিল হওয়া নিয়ে সেলেসাও কোচ তিতের তেমন অভিযোগ নেই।

সালভাদরে বাংলাদেশ সময় বুধবার সকালে কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ভেনেজুয়েলার বিপক্ষে কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রাখে ব্রাজিল। তবে প্রতিপক্ষকে হারাতে পারেনি দলটি। ম্যাচে একের পর এক আক্রমণ করেন ফিরমিনো-জেসুসরা। তবে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।

বুধবার সালভাদরে ম্যাচের ৩৬তম মিনিটে গোল পেয়েছিল ব্রাজিল। ফিরমিনোর বল খুজে পায় ভেনেজুয়েলার জাল। তবে ফাউলের কারণে গোলটি বাতিল হয়। ৬০তম মিনিটে গোল করেন গ্যাব্রিয়াল জেসুস। অফসাইডের ফাঁদে সেই গোলটিও বাতিল হয়।

পরে ৮৮ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস বল নেটে জড়িয়ে দিলে তাও বাতিল হয়ে যায় ভিডিও অ্যাসিস্যাটন্ট রেফারির জন্য। ফলে, কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ব্রাজিলকে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাজিল,কোপা আমেরিকা,ভেনেজুয়েলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close