reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুন, ২০১৯

বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ

বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের দ্বিতীয় লেগে লাওসের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় ২০২২ বিশ্বকাপের বাছাই পর্ব খেলার যোগ্যতা অর্জন করলো লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের পুরোটা অংশেই বল ছিল বাংলাদেশের দখলে। প্রথমার্ধেই নাবিব নেওয়াজ জীবন দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে মাঠে নিজেদের দাপট বজায় রেখেছিল স্বাগতিকরা। তবে শেষ দিকে গোল করার সুযোগ পেয়েও হাতছাড়া করেন বদলি ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। শেষ পর্যন্ত কোনও পক্ষই গোল না পাওয়ায় গোল শূন্য ড্র হয় ম্যাচটি।

গেল ৬ জুন প্রাক-বাছাইয়ের প্রথম লেগে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ দল। লাওসের ঘরের মাঠে রবিউল হাসানের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জেমি ডে’র শিষ্যরা।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বকাপ,বাছাই পর্ব,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close