reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মে, ২০১৯

পাকিস্তানকে হারিয়ে আফগানদের শুভ সূচনা

আসন্ন ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী ১০ দলের প্রত্যেকের জন্য দুটি করে ওয়ার্মআপ ম্যাচের ব্যবস্থা রেখেছে আইসিসি। শুক্রবার শুরু হয়ে গেছে সেই ওয়ার্মআপ পর্ব।

ম্যাচের প্রথম দিনেই আঁচ মিলল আফগান উত্তাপের। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে নিজেদের প্রস্তুতিটা দারুণভাবে শুরু করল তারা।

এ মাসেই ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে ৩৪০ রানের বেশি ওঠানো সরফরাজরা আফগানিস্তানের কাছে আটকে গেছেন ২৬২ রানে। তিন নম্বরে নামা বাবর আজম আর ছয় নম্বরে নামা শোয়েব মালিকই কেবল রান পেয়েছেন। বাবর ১০৮ বলে খেলেন ১১২ রানের ইনিংস, শোয়েব ৫৯ বলে ৪৪।

এবারের বিশ্বকাপে আফগান স্পিনাররা প্রতিপক্ষকে ভালোই ভোগাবেন, তার আভাস দিয়েছেন মোহাম্মদ নবি ও রশিদ খানরা। নবি ১০ ওভার বল করে ৪৬ রানে নেন ৩ উইকেট, আর মাত্র ৩ ইকোনমিতে ৯ ওভারে ২৭ রানে ২ উইকেট নেন রশিদ। ওয়ার্মআপ বিধায় মোট ৭ জন বোলার ব্যবহার করেছে আফগানিস্তান।

ব্যাটিংয়ের পর পাকিস্তান ভুগেছে বোলিংয়েও। শেষ মুহূর্তে চূড়ান্ত স্কোয়াডে জায়গা করা মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজরা আফগানদের খুব বেশি আটকাতে পারেননি।

প্রতিদিন দুটি করে ওয়ার্মআপ ম্যাচের ধারাবাহিকতায় আজ মাঠে নামছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ও ভারত-নিউজিল্যান্ড। কাল রোববার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। পর দিন ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়ার্মআপ,প্রস্তুতি পর্ব,পাকিস্তান,আফগানিস্তান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'WHERE news_id=173901' at line 3
Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '173901' for key 'news_hits_counter.news_id'