reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০১৯

গ্রেফতার ম্যারাডোনা

সাবেক বান্ধবীর করা মামলায় নিজ দেশের বিমান বন্দর থেকে গ্রেপ্তার হলেন আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। কাঁধের চোটের কারণে অস্ত্রোপচার করতে গিয়েছিলেন মেক্সিকো। সেখান থেকে দেশে ফিরেই গেলেন পুলিশ হেফাজতে।

সাবেক বান্ধবী রোকিও আলিভিয়ার করা মামলায় শেষ পর্যন্ত গ্রেপ্তার হতে হলো ম্যারাডোনাকে। এমন খবর ছড়িয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম। গত বছরের ডিসেম্বরে অলিভিয়েরার সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। মূলত তখন থেকেই ম্যারাডোনার উপর খেপেছিলেন অলিভিয়েরা।

যে কারণে বিচ্ছেদের ঘটনায় ৬.৩ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেন অলিভিয়েরা। ফক্স নিউজের সূত্র অনুযায়ী, মেক্সিকো থেকে দেশে ফেরার সময় বুয়েন্স আয়ার্স বিমান বন্দরে ম্যারাডোনাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এর জন্য আগামী ১৩ জুন মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

তারা আরও জানিয়েছে, মামলার শুনানির দিন ম্যারাডোনা উপস্থিত না থাকলেও চলবে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রেফতার,ম্যারাডোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close