reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০১৯

অর্ধশতকের পর ফিরলেন তামিম

ত্রিদেশীয় সিরিজের আগের দুই ম্যাচে তামিম ইকবাল এবং সৌম্য সরকার ওপেনিংয়ে দারুণ শুরু করেন। এ ম্যাচে সৌম্যকে বিশ্রাম দিয়ে ওপেনিংয়ে নামানো হয় লিটন দাসকে। তিনিও তামিমের সঙ্গে দারুণ শুরু করেন। দুই ওপেনার শত রানের জুটি গড়েন। এরপর ফিফটি করে ফিরে গেছেন তামিম।

সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ২১ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ১৫০ রান। লিটন দাস ৭০ রানে ক্রিজে আছেন। তার সঙ্গে ক্রিজে আছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল ৫৭ রান করে বোল্ড হয়ে ফিরে গেছেন।

এর আগে শুরুতে ব্যাট করে আয়ারল্যান্ড ৮ উইকেট হারিয়ে ২৯২ রান তোলে। দলের হয়ে পল স্টার্লিং এবং উইলিয়াম পোর্টারফিল্ড ১৭৪ রানের জুটি গড়েন। স্টার্লিং খেলেন ক্যারিয়ার সেরা ১৩০ রানের ইনিংস। পোর্টারফিল্ড হতাশ হন ৯৪ রানে আউট হয়ে।

বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করেন আবু জায়েদ। তিনি ৯ ওভারে ৫৮ রান দিয়ে নেন ৫ উইকেট। এছাড়া রুবেল হোসেন একটি এবং সাইফউদ্দিন শেষ ওভারে দুই ব্যাটসম্যানকে বোল্ড করেন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অর্ধশতক,তামিম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close