reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০১৯

ওয়ানডেতে রাহীর প্রথম সাফল্য

অ্যান্ডি বালবিরনিকে আউট করার মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম সাফল্য পেলেন আবু জায়েদ রাহী। তার আগে ২৩ রানে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙেন রুবেল হোসেন। দলীয় ৫৯ রানে বালবিরনিকে ফেরান রাহী। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৬ রান করা বালবিরনি বুধবার ফেরেন ২০ বলে ২০ রান করে।

শেষ খবর হলো আয়ারল্যান্ডের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেটে ৮১ রান।

ফিরেই উইকেট নিলেন রুবেল

টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিক আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হেনেছেন রুবেল হোসেন। ত্রিদেীশয় সিরিজে টাইগার পেসার রুবেল হোসেনের প্রথম ম্যাচ এটি। দলে ফিরেই শুরুতে তিনি জেমস ম্যাককুলামকে ফেরান। সর্বশেষ খবর পর্যন্ত আয়ারল্যান্ড ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে।

ডাবলিনের আকাশে বুধবারও মেঘের আনাগোনা আছে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে এ ম্যাচও ভেসে যাওয়ার সম্ভাবনা কম। ক্লনটার্ফের উইকেট ব্যাটিং সহায়ক। এ ম্যাচেও তাই বড় রানের ম্যাচ দেখা যেতে পারে। গ্রুপের শেষ ম্যাচে টস জেতা দল আয়ারল্যান্ড তাই ব্যাটিং নেয়।

বাংলাদেশ দল সর্বশেষ ম্যাচের একাদশে চার পরিবর্তন এনেছে। ওপেনার সৌম্য সরকারকে বিশ্রাম দিয়ে দলে নেওয়া হয়েছে লিটন দাসকে। মোহাম্মদ মিঠুনের বদলে একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া মেহেদি মিরাজের জায়গায় মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজের জায়গায় একাদশে রুবেল হোসেন একাদশে এসেছেন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উইকেট,রুবেল,রাহী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close