reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০১৯

বোলিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। ফাইনালের অন্য দল ওয়েস্ট ইন্ডিজ। তাই আয়ারল্যান্ডের বিপক্ষের আজকের ম্যাচটি নিছকই আনুষ্ঠানিকতার। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টাফিল্ড।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। বৃষ্টির কারণে এমনকি টসও অনুষ্ঠিত হয়নি। ফলে আজকের ম্যাচেই দুই দল প্রথম মুখোমুখি হবে। ফাইনাল নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচে বাড়তি চাপ না থাকলেও আইরিশদের বিপক্ষে জয় নিয়েই প্রথম পর্বের খেলা শেষ করতে চায় বাংলাদেশ। সে ক্ষেত্রে আত্মবিশ্বাসটাও চনমনে থাকবে।

বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে চারটি। মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে দিয়েছে দল। ফলে একাদশে সুযোগ পেয়েছেন লিটন দাস, রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দীন।

বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাব্বির রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দীন।

আয়ারল্যান্ড : পল স্টার্লিং, জেমস ম্যাককালাম, অ্যান্ডি ব্যালবির্ন, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও’ব্রায়ান, মার্ক অ্যাডিয়ার, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র‌্যানকিন, ব্যারি ম্যাকার্থি, জস লিটল।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বোলিং,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close