reporterঅনলাইন ডেস্ক
  ২৯ এপ্রিল, ২০১৯

টাইগারদের বিশ্বকাপ জার্সি উম্মোচন

ইংল্যান্ড বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে বিসিবি। গত ২ দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে জার্সির ছবি ছড়িয়ে পড়েছিল, সেই জার্সিই বিশ্বকাপের জার্সি হিসেবে উন্মোচিত হলো।

সোমবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেন তিনি।

এবারই প্রথম বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হবে। বাংলাদেশের জার্সি স্বত্ব কিনে নিয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ নামের একটি প্রতিষ্ঠান। তাদের অধীনেই বিক্রি করা হবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি।

প্রসঙ্গত, আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাইগার,বিশ্বকাপ জার্সি,উম্মোচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close