reporterঅনলাইন ডেস্ক
  ২১ এপ্রিল, ২০১৯

বিশ্বকাপের ক্যাম্প শুরু সোমবার

বিসিবি একাডেমির জিমে ব্যস্ত তামিম ইকবাল ও সাইফউদ্দিন

বিশ্বকাপের হাওয়া বইছে দেশের ক্রিকেটাঙ্গনে। বিশ্বকাপের আবহটা সরগরম হতে পারছে না শেষ প্রান্তে চলে আসা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের কারণে। আজ ও ২৩ এপ্রিল সুপার লিগের ম্যাচের মাধ্যমে শেষ হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এ প্রতিযোগিতা। অবশ্য লিগ শেষ হওয়ার আগেই জাতীয় দলের সিংহভাগ ক্রিকেটার ঢুকে যাবেন বিশ্বকাপের প্রস্তুতিতে।

সোমবার শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপের ক্যাম্প। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল সকাল ৯টায় রিপোর্ট করতে হবে ক্রিকেটারদের। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে প্রথম দিনে থাকছে শুধু ফিটনেসের কাজ। তবে পরে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারেন ক্রিকেটাররা। আবার প্রিমিয়ার লিগে যাদের ম্যাচ থাকবে ২৩ এপ্রিল, তারা সেদিন ম্যাচও খেলবেন নিজ নিজ ক্লাবের হয়ে।

ক্রিকেটারদের মধ্যে প্রিমিয়ার লিগে না খেলা তামিম, মুশফিকরা নিয়মিত ব্যাটিং অনুশীলন করছেন বিসিবি একাডেমি মাঠে। রুবেল, মুস্তাফিজরা ফিটনেসের কাজ করছেন। সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে বোলিং শুরু করেছেন রুবেল।

প্রসঙ্গত, বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা হয়ে গেছে। সাত ক্রিকেটার প্রথমবার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। টপঅর্ডারে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন ইমরুল কায়েস। ফিটনেসের ঘাটতির কারণে তাসকিন আহমেদেরও ঠাঁই হয়নি বিশ্বকাপ দলে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বকাপের ক্যাম্প,তামিম ইকবাল,বিসিবি,সাইফউদ্দিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close