reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মার্চ, ২০১৯

কাপুরুষোচিত হামলা : সাকিব

ভয়াবহ ঘটনা ঘটে গেছে নিউজিল্যান্ডে। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্টের আগের দিন ভেন্যুর পার্শ্ববর্তী একটি মসজিদে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এখন পর্যন্ত ৪৯ জন নিহতের খবর পাওয়া গেছে। সেই হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছে টাইগার ক্রিকেটাররা।

নামাজ পড়ার জন্য ক্রিকেটাররা সেই মসজিদে যখন গিয়েছেন, তার মিনিট কয়েক আগেই ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে সেখানে। তৃতীয় টেস্ট বাতিল হয়েছে। দেশে ফিরে আসছেন টাইগাররা। আর দেশে থেকে ইনজুরি আক্রান্ত জাতীয় টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান সোশ্যাল সাইটে এই হামলার নিন্দায় সরব হয়েছেন।

সাকিব লিখেছেন—যেকোনো ধরণের সন্ত্রাসবাদ নিন্দনীয়। এটা আরো খারাপ হয়ে ওঠে যখন এর শিকার হয় উপাসনারত সাধারণ নিরাপরাধ মানুষ। যারা এক কাপুরুষের হামলায় প্রাণ হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা এবং যারা প্রিয়জন হারিয়েছেন, সেইসব পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।

সাকিব আরো লেখেন—আল্লাহকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের দলকে এই ভয়াবহ হামলা থেকে নিরাপদে রেখেছেন। আশা করছি তারা খুব তাড়াতাড়ি নিরাপদে দেশে ফিরে আসবে।

পি​ডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মসজিদে হামলা,সাকিব,নিউজিল্যান্ডে হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close