reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মার্চ, ২০১৯

হ্যামিল্টন টেস্ট

ইনিংস ব্যবধানে হারলো টাইগাররা

নিউজিল্যান্ডের পেস অ্যাটাকের সামনে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত সেঞ্চুরির পরও হ্যামিল্টন টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হলো বাংলাদেশ। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৪ রানের অলআউট হওয়ার পর কিউইরা ৭১৫ রানে ইনিংস ডিক্লেয়ার করে।

৪৮১ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৪২৯ রান করতে সক্ষম হয়। আর এতে করে ইনিংস ও ৫১ রানে পরাজয় বরণ করে। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট পাঁচটি উইকেট লাভ করেন।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তামিম ইকবালের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ২৩৪ রান করতে সক্ষম হয়। নিউজিল্যান্ডের হয়ে ওয়াগনার পাঁচটি উইকেট লাভ করেন।

পরে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে জিত রাভাল, টম ল্যাথাম ও অধিনায়ক কেন উইলিয়ামসের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৭১৫ রানে তাদের ইনিংস ডিক্লেয়ার করে। বাংলাদেশের হয়ে সৌম্য, মিরাজ দুটি করে উইকেট নেন। অনবদ্য ডাবল সেঞ্চুরির জন্য কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হ্যামিল্টন টেস্ট,সৌম্য সরকার,মাহমুদউল্লাহ রিয়াদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close