reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

রাতে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসর মাঠে গড়াচ্ছে আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড আর লাহোর কালান্দার্স।

পিএসএলের এবারের আসরে ক্রিকেট বিশ্বের আলাদা নজর থাকবে একটি কারণে। এবার প্রথমবারের মতো এই লিগে খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

ডি ভিলিয়ার্সের উপস্থিতি শুধু এই টুর্নামেন্টের আকর্ষণই বাড়াবে, তা নয়। পিএসএলের নকআউটপর্বের সবগুলো ম্যাচই হবে পাকিস্তানে। ভিলিয়ার্সের মতো বড়মাপের একজন খেলোয়াড় পাকিস্তানে গিয়ে খেললে সেদেশে ক্রিকেটের নির্বাসন কাটবে বলে আশা করছেন আয়োজকরা।

এতে করে বিদেশি খেলোয়াড়দের মধ্য থেকে পাকিস্তানে গিয়ে খেলার ভীতি কমবে। যেটি দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোয় বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছে দেশটির ক্রিকেট বোর্ড।

ডি ভিলিয়ার্স ছাড়াও এবারের পিএসএলে থাকছেন শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, লুক রঞ্চি, ডোয়াইন ব্রাভো, রাইলি রুশো, ড্যারেন স্যামি, কাইরন পোলার্ড, লিয়াম ডসন, লরি ইভান্স, ডেভিড মালান, ক্রিস জর্ডান, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, সামিত প্যাটেলের মতো বিদেশি তারকারা। তবে তাদের অনেকেই পাকিস্তানে গিয়ে নকআউটের ম্যাচ খেলতে রাজি নন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাতে শুরু,পাকিস্তান সুপার লিগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close