reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মাশরাফি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই কমিটির সভাপতি করা হয়েছে প্রাক্তন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে।

কমিটির অন্য সদস্যরা হলেন—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রাক্তন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, মাহবুব আরা গিনি, প্রাক্তন ফুটবলার ও সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং, প্রাক্তন ক্রিকেটার ও সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়।

রোববার সন্ধ্যায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,সংসদীয় স্থায়ী কমিটি,মাশরাফি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close