reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

বিপিএল : কত টাকা পাচ্ছেন চ্যাম্পিয়ন দল?

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই অর্থের ঝনঝনানি। বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) এর ব্যতিক্রম নয়।

শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে বিপিএল এর ষষ্ঠ আসরের পর্দা নামবে। প্রতিবারের মতো এবারও কে কত টাকা পাচ্ছেন তা যেন কৌতূহলের বিষয়।

চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সন্ধ্যা ৭টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলে চ্যাম্পিয়ন দল সর্বোমোট পাবে দুই কোটি টাকা। অপরদিকে রানার্স আপ দল পাবে মোট ৭৫ লাখ টাকা। ফাইনালের ম্যাচ সেরার পুরষ্কার নির্ধারণ করা হয়েছে দুই হাজার ডলার । এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ হাজার ডলার।

বিপিএল ৬ এর প্রাইজমানি

চ্যাম্পিয়ন দল: ২ কোটি টাকা

রানার্স আপ দল :৭৫ লাখ টাকা

ফাইনালের সেরা : ১ লাখ ৬৭ হাজার টাকা

টুর্নামেন্ট সেরা : ৪ লাখ ১৯ হাজার টাকা

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চ্যাম্পিয়ন দল,কত টাকা,বিপিএল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close