reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০১৯

পুরানের দ্রুততম ফিফটিতে সিলেটের সংগ্রহ ১৮৯

বাঁচা-মরার ম্যাচে খেলতে নেমেছে দুই দল। বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ে সিলেট অধিনায়ক অলক কাপালী। প্রতিপক্ষ রাজশাহী কিংস।

আজকের ম্যাচে নিকোলাস পুরানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো পুঁজি পেয়েছে সিলেট। ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করেছে মিরাজের দল।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই লিটন দাসের উইকেট হারায় তারা। এদিনও দারুণ শুরু করেন আফিফ হোসেন। ২৫ বলে ২৯ করে আউট হন এই বাম-হাতি ব্যাটসম্যান। তবে এদিন সিলেটের হয়ে হাল ধরেন সদ্য নিষাধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে সুযোগ পাওয়া সাব্বির রহমান। ৩৯ বলে ৪৫ রান করে আউট হন তিনি।

অপর প্রান্তে নিজের স্বভাবসুলভ ঝড়ো ব্যাট চালিয়ে এবারের আসরের বলের বিচারে দ্বিতীয় দ্রুততম ফিফটি তুলে নেন নিকোলাস পুরান। ২১ বলের মাথায় অর্ধশতকটি করেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। আগের দ্রুততম ফিফটি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের থিসারা পেরেরার। শেষ পর্যন্ত ৩১ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন পুরান।

এদিকে, ১০ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বর দল সিলেট। অপরদিকে রাজশাহীর রয়েছে ১১ ম্যাচে ১০ পয়েন্ট।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী কিংস,সিলেট সিক্সার্স,নিকোলাস পুরান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close