reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০১৯

১৪১ রানে গুটিয়ে গেল রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৬তম ম্যাচে মঙ্গলবার সন্ধ্যায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে কিংসরা।

খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহীর দুই ওপেনার জনসন চার্লস আর সৌম্য সরকার। প্রথমে জনসন ১২ রান করে ফরহাদ রেজার বলে ক্যাচ দেন মাশরাফি বিন মুর্তজার হাতে। দুই নম্বরে ব্যাট করতে নেমে মুমিনুল করেন ২ বলে ৪ রান। এরপর সৌম্যও ফেরেন ১৪ রান করে শহীদুল ইসলামের বলে।

ব্যতিক্রম ছিলেন লরি ইভানস। তার ব্যাটে এসেছে সর্বোচ্চ ৩৫ রান। যদিও তা ৩১ বলে। কিংস অধিনায়ক মেহেদী মিরাজ করেন ৪ বলে ৬ রান। ক্রিস্টিয়ান জঙ্কার করেন ১১ বলে ১৬ রান। শেষদিকে ফজলে রাব্বির ১৮ আর কায়েস আহমেদ করেন ২২ রান।

রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন ফরহাদ রেজা। নাহিদুল ইসলাম ৩.৩ ওভার বল করে ১ উইকেট নিলেও রান দেন মাত্র ১৪। এছাড়া ২টি করে উইকেট নেন নাজমুল অপু আর শাহীদুল ইসলাম।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর রাইডার্স,রাজশাহী কিংস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close