reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০১৯

২ সেঞ্চুরিতে বিপিএলে রেকর্ড গড়লো রংপুর

চিটাগং ভাইকিংসের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন রংপুরের ২ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস আর রাইলি রুশো।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে আজ জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন রংপুর রাইডার্সের দুই ব্যাটসম্যান অ্যালেক্স হেলস আর রাইলি রুশো। তাদের বিধ্বংসী ২ সেঞ্চুরিতে ভর করে রংপুরও গড়েছে ৪ উইকেটে ২৩৯ রানের পুঁজি। যা কিনা বিপিএলের ইতিহাসেরই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

অর্থাৎ জিততে হলে ঘরের মাঠের চিটাগং ভাইকিংসকে করতে হবে ২৪০ রান। যেটা তাড়া করতে পারলে হবে নতুন আরেক রেকর্ড।

এর আগে সন্ধ্যায় নিজেদের মাঠে টসে জিতে ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম টস জিতে ব্যাটিংয়ে পাঠান রংপুর রাইডার্সকে। ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালান রংপুরের ২ বিদেশি ব্যাটসম্যান। ফলে বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো রংপুর রাইডার্স দলটি।

৪৮ বলের ইনিংসে ১১ চার আর পাঁচ ছয়ে এবারের আসরের দ্বিতীয় শতক তুলেন হেলস। অন্যদিকে ৫১ বলে ৬টি ছক্কা, ৮টি চারে ১০০ রান করেন রাইলি রুশো।

এদিকে, রুশো-হেলসের ২ সেঞ্চুরিতে বিপিএলের দলীয় সর্বোচ্চ ২১৭ রানের রেকর্ডও ছাড়িয়ে যায় রংপুর রাইডার্স। ২০১৩ সালে ঢাকা ডায়নামাইটস এই রংপুরের বিপক্ষেই করেছিল ২১৭ রান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর রাইডার্স,চিটাগং ভাইকিংস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close