reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি, ২০১৯

টস হেরে ব্যাটিংয়ে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ঢাকা পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানস এবার সিলেট সিক্সার্সের মুখোমুখি। টস হেরে ব্যাটিংয়ে নেমেছে খুলনা।

মঙ্গলবার কুমিল্লার কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে আজ আবার মাঠে নামছে মাহমুদউল্লাহরা। তাদের প্রতিপক্ষ ধুঁকতে থাকা সিলেট সিক্সার্স। চলতি আসরে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে খুলনা-সিলেট।

রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে টুর্নামেন্টের ৪ ম্যাচ বাকি থাকতেই একরকম নিশ্চিত হয়ে গেছে খুলনার ছিটকে যাওয়া। বিপিএলের বাকি ম্যাচগুলোতে তাই জেতার পাশাপাশি অন্যদলগুলোর ভাগ্যের দিকেও তাকিয়ে থাকতে হবে মাহমুদউল্লাহকে। খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য এত জটিল সমীকরণে যেতে চাইছেন না।

শেষ ম্যাচগুলোতে জিতে দল হিসেবে কিছুটা স্বস্তি নিয়ে বিপিএল শেষ করতে চাইছেন, ‘এখন যেহেতু আমাদের সেরা চারে ওঠার সুযোগ সেভাবে নেই। বাকি ম্যাচগুলো দলের এবং ফ্র্যাঞ্চাইজির জন্য জিততে চাই।’

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে সিলেট। ২টিতে জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে অবস্থান করছে। অন্যদিকে ৮টি ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে খুলনা। তারা পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।

সিলেট সিক্সার্স : লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, নিকোলাস পুরান, জাকের আলী, মোহাম্মদ ইরফান, মেহেদী হাসান রানা, তাসকিন আহমেদ, অলক কাপালি, সন্দ্বীপ লামিচানে, সোহেল তানভীর (অধিনায়ক)।

খুলনা টাইটান্স : আল-আমিন, জুনায়েদ সিদ্দিকী, ব্রেন্ডন টেলর, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডেভিড উইজ, আরিফুল হক, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, জুনায়েদ খান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খুলনা টাইটানস,সিলেট সিক্সার্স,বিপিএল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close