নিজস্ব প্রতিবেদক

  ২১ জানুয়ারি, ২০১৯

লড়াইয়ে ঢাকা-চিটাগং

বিপিএলে এখনো পর্যন্ত শীর্ষস্থান দখলকারী প্রথম ও দ্বিতীয় দল হিসেবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস এর অবস্থান। ঢাকা শীর্ষস্থান ধরে রাখতে আর চিটাগং ঢাকাকে টপকে শীর্ষে উঠতে মুখোমুখি হচ্ছে।

সোমবার দিনের দ্বিতীয় খেলায় ২৪তম ম্যাচে মিরপুরে ইতোমধ্যে টস জিতেছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। তিনি চিটাগংয়ের অধিনায়ক মুশফিককে বোলিং করার আমন্ত্রণ জানিয়েছেন।

চলতি আসরে দুই দলই প্রথমবার মুখোমুখি হয়েছে দু’দল। দু’দলই আছে পয়েন্ট তালিকায় শীর্ষে। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ঢাকা জিতেছে পাঁচ ম্যাচে। চিটাগং জিতেছে পাঁচ ম্যাচের চারটিতে।

চলতি বিপিএলে সমানে সমান রয়েছে দুই দলই। তারকা সমৃদ্ধ ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে দেশি খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে গড়া উজ্জীবিত ভাইকিংসদের লড়াইটা এবার জমে উঠার অপেক্ষায়।

সমীকরণ বলে এর আগে পাঁচ বারের দেখায় ঢাকার বিপক্ষে কোনও ম্যাচে জয় পায়নি চিটাগং ভাইকিংস। চার পরিবর্তন এসেছে ঢাকার দলে। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে ভাইকিংস।

চিটাগং ভাইকিংস মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম (অধিনায়ক), দাসুন শানাকা, নাঈম হাসান, সানজামুল ইসলাম, রবি ফ্রাইলিঙ্ক, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ।

ঢাকা ডায়নামাইটস সূনীল নারিন , দারুইশ রাসুলী, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), হিনু কুন, আন্দ্রে রাসেল, নাঈম শেখ, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, মোহর শেখ।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লড়াই,ঢাকা-চিটাগং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close