reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০১৯

ইভানসের সেঞ্চুরিতে রাজশাহী ১৭৬

ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সিলেটে দ্বিতীয় পর্ব শেষে তৃতীয় পর্ব দিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বসেছে আবারও ক্রিকেটের মেলা। আজ সোমবার বিপিএলের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। চলতি আসরে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেয়েছে রাজশাহী।

আরেক শক্তিশালী প্রতিপক্ষ কুমিল্লার বিপক্ষে টস হেরে এদিন প্রথমে ব্যাট করতে নামে মেহেদী হাসান মিরাজের দল। শুরুটা একেবেরেই নড়বড়ে ছিল কিংসদের। দ্রুত ফিরে যান দীর্ঘদিন ফর্মে ফেরার লড়াই করা শাহরিয়ার নাফিস। ৫ রান করে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ক্রিজে থাকতে পারেননি দলনেতা মিরাজও। শূন্য করে বিদায় নেন এই ডানহাতি ব্যাটসম্যান। আগের ম্যাচে চমক জাগানিয়া ব্যাটিং করা মার্শাল আউইয়ুব ফেরেন ২ রান করে।

তবে ওপেনিং নামা লরি ইভানস ছিলেন অটুট। তাকে সঙ্গ দিতে আসেন রায়ান টেন ডেসকাটে। শুরুটা খুব ধীর গতিতে করেন ইভানস। আস্তে আস্তে নিজের খোলস থেকে বের হন এই ইংলিশ ক্রিকেটার। থিসেরা পেরেরা, শহিদ আফ্রিদিদের একের পর এক বলকে বাউন্ডারি পার করে এই বিপিএলের প্রথম সেঞ্চুরি আদায় করে নেন ডানহাতি এই ব্যাটসম্যান।

শুধু চলতি বিপিএলের প্রথম সেঞ্চুরিই নয়, ইভানসের ক্যারিয়ারেরও প্রথম শতক এটি। ৬২ বল খেলে ১০৪ রানের দুর্দান্ত এই ইনিংস খেলার পথে ৯টি চার ও ৬টি ছয় হাঁকান তিনি। ইভানসের শতকে ঢাকা পড়ে যায় ডেসকাটের ৪১ বলে ৫৯ রানের ইনিংস। এই দুই ব্যাটসম্যানের অনবদ্য ১৪৮ রানের জুটিতে ৩ উইকেটে ১৭৬ রানের বড় স্কোর পায় উত্তারাঞ্চলের দলটি।

রাজশাহী কিংস : মেহেদী হাসান মিরাজ, শাহরিয়ার নাফীস, মার্শাল আইয়ুব, রায়ান টেন ডেসকাট, জাকির হাসান, ক্রিশ্চিয়ান ইয়ংকার, কায়েস আহমেদ, লরি ইভান্স, কামরুল ইসলাম ও আরাফাত সানী,

কুমিল্লা ভিক্টোরিয়ানস : তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, লিয়াম ডসন, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, জিয়াউর রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান, ওয়াহাব রিয়াজ ও মোস্তাফিজুর রহমান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,লরি ইভান্স,সেঞ্চুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close